পিশাচ হয়ে যত গড় সম্পদ
বাড়াবে শুধু নিজেরই বিপদ
এসবই তো পরেরই তরে অর্জন ।
জীবদ্দশাতে তা হবে অন‍্যের
চিহ্নই রবেনা রূপ লাবন‍্যের
তা রক্ষায় করবেও না যে গর্জন ।
ঐ জীবিকাই নয়তো জীবন
অনেক অনুসঙ্গও প্রয়োজন
তাই কু যত আছে সব করি বর্জন ।
সময়ের সঙ্গে করি সদ্ব্যবহার
হতে যে হবে পুলসিরাত পার
সফল হতে দেই প্রভুতে বিসর্জন ।


রচনাকাল- রাত ১১.৩০ট, মঙ্গলবার,
থ১৬ নভেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।