এ কেমন জামানা আজ,
এসেছে মোদের মাঝে।
সেই বেশী সম্মানীয়,  
যে যত বেশী বাজে।


সবাই ভালোর মাঝে দোষ,
মন্দের মাঝে গুন খোঁজে।
মেয়েরা রাস্তায় চলে বিবস্ত্র,
কিন্তু ছেলেরা মরে লাজে।


নীতিকথা শুনালে তাদের,
বলে তারাই বেশী বোঝে।
সৎ ভাবে চললে যেন ,
কথা উঠে তার আজে বাজে।


নেতাদের শত দোষ কি জানি,
তারা কেন বলেনা যে।
সাধুকে পাঠিয়ে নির্বাসনে,
শয়তানই নেতা এ সমাজে।


এসব শয়তানের সাথে,
সবাই চলে তার ভাঁজে ভাঁজে।
ভোট এলেই এই শয়তানেরা,
ভালো মানুষ সাজে।


ভোট ডাকাতি করলেও,
তারা মাথা ভরায় মুকুটে তাজে।
জনগণের এই স্বেচ্ছা সেবকরা,
তখন সাজে রাজার সাজে।।