বই লাগবে গো বই,বই..বই; বই লাগবে বই ?
চলছে বইমেলা, বেলা-অবেলা চলছে হইচই  
মেলায় ঘুরছে কপোতকপোতী
কেউ নিয়ে পতীপত্নী নাতিপুতি
কেউ খাচ্ছে ললীপপ আইসক্রিম কেউবা দই
কেউবা খাচ্ছে পান সিগারেট, কেউ মুড়ি খই !


বইমেলা ঘিরে কান্ড কারখানাটা হৈ হৈ রৈ রৈ
কত বাসনা নিয়ে এসে দেখে হেথা হতভম্ব হই !
দোকানে দোকানে নেই ভীড়
সবাইকেই দেখি শুধু অস্থির
দুদণ্ড দাঁড়িয়ে দুটো বই দেখারই বা সময় কই ?
কিন্তু ঠিকই এখানে ওখানে ঘুরি ফিরি টই টই !


ওসব বইটই কেউ হাতে ধরিয়ে দিলে শুধু লই
তবে টাকা দিয়ে বই কেনার পাগল আমি নই
এমনিই কি হলাম শিক্ষিত
ছাত্রবস্থায় বই পড়েছি কত
পড়ে কি লাভ ? টাকা দিলে চাকরি তো পাবোই
তাছাড়া এদেশে টাকা দিয়ে পাওয়া যায় সবই !


বইমেলা এসে নিমিষে অর্থ উড়াই কিনি না বই
জাতিগতভাবেই আমরা সবাই বুঝিবা এমনই !
আরে অত বই পড়ে হবে কি
আমিই বা কম জানি নাকি
দেশে চাকরি বাকরি কই ? ঐ পড়া না পড়া সই
এর চেয়ে ভালো নেতার পিছে সারাদিন পরে রই ।


রচনাকালঃ- রাত ৯:৪৪টা, মঙ্গলবার, ১ ফাল্গুন ১৪২৯,
১৪ ফেব্রুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।