ধার্মিক তো দেখি না কোথাও
তবু দেখি ধর্ম নিয়ে বাড়াবাড়ি ।
ধর্ম আজ তুরুপের তাস যার
ফায়দা নিতে করে কাড়াকাড়ি ।
ধর্ম নিয়ে ধার্মিক কভু বলবে
না তো কথা মোটেও বড় বড় ।
ধার্মিক যে জীবন ভরই স্রষ্টার
ভয়ে নিভৃতে থাকে জড়সড় !
ফসল ফলাতে গেলে যেমন
দেখি আগাছার দাপট বেশী ।
ধর্মের মর্ম জানে না যে ধর্ম
নিয়ে সেই কর্ম করে সন্ত্রাসী ।
ভিন্ন ধর্মকে ছোট করে কেউ
হয়নি তো ধর্মের মহাপুরুষ ।
তবুও এ কুকর্ম করে নিজকে
নিকৃষ্ট করছে কত কাপুরুষ ।
কেউবা আবার স্বীয় ধর্মকেই
অবজ্ঞা করে হতে চায় মহান ।
বিকৃত মস্তিষ্কধারীরা হীন‍মন‍্যে
করে খ‍্যাতি কামানোর বাহান ।
ধার্মিক দেখিনা চর্মচক্ষে আজ
বাড়ছে বক ধার্মিক বেশুমার ।
তাই যত শিক্ষিত হোক মানুষ
জ্ঞান বুদ্ধি সবই হচ্ছে অসাড় ।


রচনাকালঃ- রাত ১২.০২টা, বুধবার, ১৪ অক্টোবর ২০২১, ঠাকুরগাঁও ।