বেশভুষায় বেশ ভদ্রলোক
মুখেও বলে নীতি কথা ।
তার বিপক্ষে গেলেই রায়
বুকে পায় বড্ড ব‍্যথা ।
বুঝবেন না মোটেও তাকে
না করলে লেনদেন ।
দশ বছরের চরম বন্ধুত্বটা
দশ দিনেই হারাবেন !
নবীও (স) বলেছেন মানুষ
যদি চিনতে চাও ।
তার সাথে হয় করো ভ্রমন
নয়তো টাকা ধার দাও ।
বন্ধুত্বটা হোকনা যতই মধুর
যারা স্বার্থে ষোলআনা ।
সময়মতো ঠিকই তারা তো
পিঠে মারবে হানা ।
বাহ‍‍্যিক রূপে মানুষ যায় না
চেনা মনুষ্যত্বে যে ব‍্যবধান !
বুন্ধত্বটা করবো দেখে শুনে
কিন্তু স্বার্থে রবো সাবধান ।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৬:০০টা, শনিবার, ৭ জৈষ্ঠ্য ১৪২৯, ২১ মে ২০২২,  মিরপুর, ঢাকা ।