কার সনে করি বন্ধুত্ব, আমি যে উদার মনের ছেলে  
বন্ধুত পাতাতে গিয়ে পেলাম, নদীর পাড়ের জেলে ।
বুঝল না আমি কার ছেলে,  সে বলল চল মাছ ধরি
সারা দিন ভর মাছ ধরে, সেটা বাজারে বিক্রি করি ।
এটাই সব চেয়ে ভালো পেশা, নগদ টাকার ব্যবসা
এসো বাদ দিয়ে সব, এতেই মিটাবো মনের আশা ।


তার কথাতে আর মন মজল না, ফিরে এলাম বাড়ি
বন্ধুত্বটা এবার বদলাতে গিয়ে দেখি পেলাম ভিখারি ।
বলে ভিখারি ছাড়ো এই বাবুগিরি ছেড়া জামাটা পর
মাল কামাতে হাত পাতবো লজ্জা কি ? থালাটা ধর ।
ছিঃ তাই বলে এত নিচে নামবো শুধু বন্ধুত্বের তরে ?
এবার চোরের সাথে বন্ধুত্ব করতেই পুলিশ নিল ধরে ।  


জেলখানাতে পরিচয় হল এক ইমাম সাহেবের সাথে
ইমাম সাহেব চোখ খুলে না দিলে রই ভুল মনোরথে ।
নিজে আলোকিত না হলে হয় অন্যের দ্বারা প্রভাবিত
স্থান কাল পাত্র না জেনে সিদ্ধান্ত নিতে থাকো বিরত ।
বন্ধুবৎসল হতে না পারলে বাড়েও না যে মানসম্মান
জেনো, একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান ।


রচনাকালঃ- দুপুর ১.৩৮টা, শনিবার, ২৭ অগ্রহায়ণ ১৪২৭,
২৬ রবিউস সানি, ১২ ডিসেম্বর ২০২০, মিরপুর, ঢাকা ।