গহীন বনে আপন মনে রয়েছ
ফুটে কে গো তুমি বনফুল ?
তোমারই নিটোল রূপের মোহ
মায়ায় আমি হলাম ব‍্যকুল ।


অকৃত্রিম সেই রূপ মাধুর্যতায়
যাদু আছে যেন রাজ‍্যের ।
তোমার কাছে সবি ম্লান যারা
রং চড়িয়েছে আতিশায‍্যের ।


ওরা না হয় খদ্দের খুঁজতেই
পসরা সাজায় ঐ রূপের ।
তুমি তবে কার আশায় দূত‍্যি
ছড়াও তোমার স্বরূপের ?


ওগো বনফুল আমি যে মশগুল
আহা দেখে কান্তিভরা রূপ !
তাই কবিতা গানে ভরাই পাতা
থাকতেই পারিনা নিশ্চুপ ।


ওগো বনফুল আমি করলাম
কি ভুল তোমাকে দেখে ?
এই নিধুবন ছেড়ে কেমন করে
যাই ফিরে তোমায় রেখে ?


যদি গো না যাও এতো আকুল
আহ্বানে আমার সনে ।
তবে তোমার প্রেমে মজে রব
আমি আজীবন এই নিধুবনে ।


রচনাকালঃ- বেলা ৩.২১টা, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১, ঠাকুরগাঁও ।