আত্মসংযমী নারীরা তাদের অমূল্য ইজ্জত
আব্রু বাঁচাতেই তো পড়ে বোরকা ।
অথচ কিছু বুঝে না বুঝে তাতে কিসের কি
দোষ খুঁজে কাকেরা করে কা কা...
কার কুকুরেরা যেন করে ঘেউ ঘেউ, ভ‍্যাঁ ভ‍্যাঁ
করে রামরাজ‍্যের রাম ছাগলের দল ।
এরাই তো দেখছি আদতে সব নির্বোধ পশু
এদের কে মানুষ বলে রে ভাই বল ?
পাগল ছাগল উম্মাদের এ দল দিয়েই আজ
ভরে গেছে যেন গোটা বিশ্ব ।
চালবাজদের কাঠের চশমা পড়া নির্বোধরা
ক্রীতদাসের মতো বনেছে ওদের অন্ধশিষ্য ।
যার যার ধর্মীয় লেবাস পড়ে সবে যে চলে
ফিরে দেখি স্বাধীনভাবে সর্বত্র ।
কিন্তু এটাই বুঝিনা মুসলিম নারীর বোরকা
পড়লে কেন জ্বলে এদের গাত্র ?
পাত্র বানিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের ওরা হেনস্থা
করতে করেনা লজ্জা শঙ্কা দ্বিধা ।
মেধা মস্তিষ্ক নাই বলে কি এরা বুঝেও না
কারো নিজের সুবিধা অসুবিধা ?
কথিত এই শিক্ষিতরা বোরকা নিয়ে কতনা
মনগড়া ভাষনে কারে করে যেন তুষ্ট ।
আল্লাহর কঠোর এ আইন নিয়ে খেলতেও
বুক কাঁপেনা এদের তিনি যে হবেন রুষ্ট ।
এরা কিচ্ছু বলেনা ওদের নিয়ে যারা চলে
যার যার ধর্মীয় পোশাকে....
স্বীয় স্বার্থ ষোল আনা বুঝা এই জ্ঞানপাপী  
শিক্ষিত শয়তানেরা মাছ ঢাকে শাকে ।
আপাদ মস্তক স্বেচ্ছায় পর্দাবৃত হয়ে তারা
যে চায় কুকুর শৃগাল হতে বাঁচতে ।
নারীর ক্ষমতায়নের যুগেও ধর্ষনকারীদের
যখন দেখি পৈশাচিক উল্লাসে নাচতে !
তবে কি এরা সব নারী সম্ভোগকারী নাকি
ন‍্যাপথ‍্যে নারী নিগ্রহের উস্কানিদাতা ?
এদের কারণেই এতোটা বাড় বেড়েছে ঐ
সব যত বোরকা বিরোধী নেতা ।
শালীনতা বজায় রাখা ঐ নির্মোহী নারীদের
যখন করা উচিৎ ছিল পুরস্কৃত ।
তখন কিনা লাজ লজ্জাবিনা বিবেকহীনা এই
বুদ্ধিজীবীরা তাদের করে ধিকৃত ।
বিকৃতমস্তিষ্কধারী এই কিটেরা কি দেখে না
ধর্মের নামে অন‍্যেরা কখন কে কি করে ?
কেউ নগ্ন হয়েও সাধু কেউবা আবার সরকারি  
বাহিনীর চাকরি করে ধর্মীয় পোশাক পড়ে !
ওরে শিক্ষিত শয়তানের দল তবে বল কেমন
তোদের নির্মিত এই আজব সভ‍্যতা ?
অসভ‍্যতায় মোড়ানো তোদের রাজনীতি কিবা
সাহিত্য সংস্কৃতিতে অশেষ যার বর্বরতা !
যাতা বলে বলেই তো তোরা অসহিষ্ণুতা আর
উগ্রবাদীতা ছড়াচ্ছ কল‍্যানকামী ধর্মে ।
তাইতো ধর্মীয় মিছিলে হুংকারও ছাড়ে সবাই
তারা নাহলেও সৎ ও মানবিক তাদের কর্মে ।
তোরা কেমন সভ‍্য বল স্বীয় স্ত্রী কন‍্যাদের নগ্ন
নাচাও মঞ্চে আর নিজে দাবী কর মানুষ ।
কোরআনের মর্মবানী না জানলে যত শিক্ষিত
হও তোদের যে কভু ফিরবে না রে হুশ ।
মানুষ না হয়ে তাই যত দাও শিক্ষার দোহাই
তোরা পারবেনা এ জগতে ফেরাতে শান্তি ।
চোখে আঁটা শয়তানের ঐ চশমাটা খুলে দেখ
শিক্ষা সভ‍্যতার নামে কতটা ছড়াচ্ছ বিভ্রান্তি !


রচনাকালঃ- রাত ৪.৪৪টা, শুক্রবার, ২৮ মাঘ
১৪২৮, ১১ ফেব্রুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।