আজও দেখি জাতিতে জাতিতে করে
চলেছে কত না বিবাদ বিসম্বাদ ।
আজও সাদাকালোতে হানাহানি চলে
একে অপরের নেয় রক্তের স্বাদ ।  


আজও তিল তিল করে জমানো স্বপ্ন-
গুলো সবার অকস্মাৎ হয় বরবাদ ।
বিনাদোষে ট্যাঙ্কের গোলায় উড়ে যায়
আমজনতার মাথা গুঁজানোর ছাদ ।


দেশে সরকার আছে জাতিসংঘ আছে
কিন্তু কে শুনে কার সেই আর্তনাদ ।
গণতন্ত্রের সুবাদেই আজ দেশে দেশে
যে নেতানেত্রী হচ্ছে যত খুনি উম্মাদ !


সভ্যতার ধুয়া তুলে চলছে নেশা জুয়া
পতিতাবৃত্তি কোন কিছু নেই বাদ ।
সবই যদি থাকে অটুট তবে না থাকে
কি করে সহজাত এমন বর্ণবাদ ?  

আসলে গণতন্ত্র নামের এই ষড়যন্ত্রই
মানুষের পরাধীনতার পাতা ফাঁদ !  
এখানে সব কুপ্রবৃত্তিই জিইয়ে রাখবে    
মানুষ কভু পাবে না প্রকৃত আজাদ।  


রচনাকালঃ- দুপুর ১টা বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪২৭,
১৮ শাওয়াল ১৪৪১, ১১ জুন ২০২০, মিরপুর, ঢাকা ।