ষাটোর্ধ অশীতিপর বৃদ্ধা বেওয়া জ্বালানির জন্য
দূরের বনে রুগ্ন হাতে কুড়াচ্ছে শুকনো পাতা।
জিজ্ঞাসীলাম তারে এ বয়সেও অসুস্থ শরীরে
খেটে খাচ্ছ বুড়ি মা পাওনি কি বয়স্ক ভাতা ?
বলল, মোর তো এলাও বয়সে হয় নাই বাহে
কহেচেন হামার পাড়ার বড় সরকারি নেতা !  
কাডের তানে মেলা টাকার ঘুষ চাহেচে ঘুষ
কহেন দি বাহে হামরা কি হইছি অত দাতা ?
হামার ত তেমন আর কাহোয় নাই বাহে
কায় করিবে আইজকা এই গ্যেলার খবর বাত্তা !
ভোট দিবার গেনু, শুনিনু ভোট দেওয়া হয়া গেছে,
তুই ক্যনে আইচ্চি বুড়ি, কয়হা কাহোয় দেয়না পাত্তা।
হামরা এমন মানসি বাহে সরকারও হামাক দেখে না
আজরাইল খুজিয়া পায়না হামার নামের খাতা !


বিঃ দ্রঃ বয়স্ক ভাতা পাচ্ছে এখন নেতার মাস্তান জামাতা ।।
                        
রচনাকালঃ- মঙ্গলবার ০৯/০১/২০১৮ ঢাকা।


শব্দার্থ- এলাও=এখনো, বাহে=বাপু, কহেচেন=বলতেছেন,
হামার=আমাদের, কাডের=কার্ডের, তানে=জন্যে,  চাহেচে=চাচ্ছে,
কাহোয়=কেউ, কায়=কে, আইজকা=আজ, গেনু=গিয়েছিলাম,
হয়া=হয়ে, ক্যনে=কেন,আইচ্চি=এসেছ, কয়হা=বলে, মানসি=মানুষ ।
উল্লেখ্যঃ কবিতাটি আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় রচিত । তাই পাঠে
বিরক্তি এলে ক্ষমা করবেন । বাস্তবতার নিরিখে এ ভাষার ব্যবহার ।
আর যে কোন মাতৃভাষাই তো  শ্রদ্ধার দাবীদার বলে আমরা জানি।