কিভাবে বা বুঝাই আমি আমাকে
সে ভাষা তো জানা নেই ।
সবাইকে বুঝাতে পারলেও আমি
বুঝাতে পারি না নিজেকেই ।


আমাকে নিয়েই আমি আহা কতই
না সুখে শান্তিতে ছিলাম !
কেনই বা তোমাকে নিটোল পুকুর
ভেবে সুখের তরে ঝাঁপ দিলাম ?


ঐ পুকুরের স্বচ্ছ জল কবে থেকেই
যে বরফ জমাট বেঁধে ছিল ।
জল ভেবে তার বুকে ঝাঁপ দিয়েই
আমার মেরুদণ্ডটা ভেঙ্গে গেল ।


আজ হয়তোবা সেই বরফ গলে
টলটলে জলে তুমি মহাসুখী ।
অথচ কি সুখের অবগাহন করতে
গিয়ে আমি হলাম চিরদুঃখী ।


সুখে থাকো তবে সুখী হতেই তো
তুমি এসেছিল সুন্দর ভবে ।
আমার মতো কত পাগল না হয়
ধুঁকে ধুকেই মরে পরে রবে !


রচনাকালঃ- রাত ৮.৩৩টা, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।