তাড়িত করতে ঐ প্রতিপক্ষ
আমার চেয়ে কে আছে দক্ষ
দলে যে রেখেছি পাগলা কুকুর !
কার সাধ‍্য নেবে প্রতিশোধ
কেবা গড়ে তুলবে প্রতিরোধ
আমি কি খেলনা খোকাখুকুর ?


উপর্যুপরি করবো আক্রমণ
প্রতিপক্ষ তবে যে হবে দমন
আমিই হবো এদেশের অধিপতি !
কিন্তু পড়েছি যে মহাবিপদে
সৈন‍্যদল তো ভরেছি স্বাপদে
আজ বুঝছি না ওদের মতিগতি ।


হয়েছি যে স্বঘোষিত দশভুজা
পুরুষরা দেবী বলে দেয় পুজা
তবুও তারাই করছে নারী নিগ্রহ ।
পাগলা কুত্তা দলে রেখে আজ
জলাতঙ্কে ভরছি পুরো সমাজ
আমাকেও বানিয়েছে শ্রেফ বিগ্রহ !


কখন যে ওরা কি করে বসে
উম্মাদ হয়ে ঘুড়ে বেড়ায় চষে
সেবনও করছে নাকি গাঁজা ভাং !
বিপদও ওদের বানিয়ে মন্ত্রী
এদেশটা যে আজও গনতন্ত্রী
তাই এ দলটা দিয়ে হচ্ছে বুমেরাং ।


রচনাকালঃ- রাত১১.৫৮টা, মঙ্গলবার, ২২ অগ্রহায়ণ ১৪২৮. ৭ ডিসেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।