বড় নেতাদের বড় কথা বড় অভিমত
নিয়েছেও গড়ে তারা নিজের ভবিষ্যৎ
আমরা গাঁয়ের চাষা ভুষা নেই তেমন
আশা উপাও তো নাই না থেকে সৎ ।


নিয়ম মাফিক ক্ষমতার ঐ পালাবদলে
মোদের ফেলে তারা ভাগে সদলবলে
আমরা আর কোথায় যাবো বংশ জ্ঞাতি
গাঁও ফেলে হেথায় যে আত্মীয় সকলে ।


প্রায় সবি ভুল ওদের দেখানো পথ মত
নিজস্বার্থে অন্ধ সবাই তবু বুঝি না ঈষৎ
তাই সমাজ সভ‍্য করতে ওদের কথা না
শুনে ঐক‍্য গড়ি মিলে ধর্ম বর্ণ দল মত ।


ওদের দর্শনে মোদের শুধু বাড়বেই ভেদ
মিলেমিশে রাখবে না বাড়াবে যত খেদ
তাই সব ভুলে ভাই এক হয়ে যাই কারণ
একই স্রষ্টার সৃষ্টি ইঞ্জিল কোরআন বেদ ।


রচনাকালঃ- রাত ১১.৫৭টা, বুধবার, ২৬ শ্রাবণ ১৪২৮,
১০ আগষ্ট ২০২১, মিরপুর, ঢাকা ।