অর্ধাহার-অনাহার............
এখন ব্যপার আমার  নিত্যকার।
অথচ সম্মুখে সব জনতার,
গলা ঝেড়ে এক চাটুকার,
বলল, দিন তো ভালোই যাচ্ছে তোমার !  


নিত্যই খাচ্ছ কোর্মা পোলাও মজার মজার,
দেখতে হবে না এখন জামানাটা কার !
যদিও আমি এখন সম্পূর্ণ বেকার,
দু টাকা যোগাড়ের মুরোদ নেই আমার,
আনমনে সম্মোহিত হলাম কথাটিতে তার।

সংসারে আমার চলছে হাহাকার,
বুকে জমেছে কষ্টের পাহাড়,
তবুও যেন প্রভাব পড়লো তার কথার,
ইস্ত্রির ভাঁজে ভাঁজে পোশাকে দিন করছিও পার,
পুরদস্তুর বেকার; তাই এভাবে কদিন চলে আর ?  


ধাঁ ধাঁ কাটলে; ভাবলাম আশ্চর্য এ কোন কারবার !  
অভাব দারিদ্রতার দুর্বিপাকে আমি ছাড়খাড়,
অথচ আমায় নিয়ে এ কোন মিথ্যাচার ?
আমার ঘরে নেই খাবার, গতিও নেই চলার,  
কিন্তু তারা বলেই যাচ্ছে, খাচ্ছি আমি মজার মজার !


এটাই কি তবে রাজনীতি নতুন ধারার !
ব্যর্থতা ঢাকাতে মোদের বাহাদুর এ সরকার;
করেছে কি নিয়োগ এমন হাজার হাজার চাটুকার ?  
তবেই কি সত্যের হয়রে মৃত্যু, এমন বললেই শতবার ?
গণতন্ত্রে গোয়েবলসের পুনঃ প্রতিষ্ঠার হীন এ প্রচেষ্টার
পরিণতি কি আর ? পুনরাবৃত্তি তার,
যা করেছিল সেই আত্মঘাতি হিটলার !!!