কিছু লোকে বলে, তুমি তো চাঁছাছোলা  
তাই প্রেম জানো না ।  
আসলে বন্ধু আমি যে জানি তোদের ঐ
প্রেম মানে প্রতারণা !  


প্রেম তো করা উচিৎ বিয়েবন্ধনের পর
জীবন সাথীর সনে সঙ্গোপনে..........  
কিন্তু তোমার প্রেম পণ্য যেন প্রচার কর
কবিতা গানে বিজ্ঞাপনে !  


একজনে কতজনের সাথে প্রেমকাম করে
চলেছ একই দিনে রাতে !
এমন অধিক প্রেম করে যে,পূর্ব প্রেমগুলো    
কি হয়না প্রতারিত তার হাতে ?


তবে তুমি তাকে কেন বল হে বিশ্বপ্রেমিক ?
আমি বলি সে বিশ্ব প্রতারক ।
প্রেমের গীত গেয়ে সে কতজনাকে করে
সর্বনাশ সেজে তাপসী বক !  


আমি মানুষ মানেই আমারও মন আছে
তাই নিঃসন্দেহে প্রেমও আছে ।
তবে বিকই না তা যথাতথা শুধুই প্রকাশ
দেই মনের ঐ মানুষটির কাছে ।


আমি জানি এই প্রেম তো একান্ত তারই
পাওনা তাই কি না ?
তাছাড়া আমি যে শুধু প্রেম দিতে জানি    
পেতে যে কভু চাইনা.........।


রচনাকালঃ- বিকাল ৫.৩৭টা বুধবার ২০ চৈত্র ১৪২৫,
২৬ রজব ১৪৪০, ৩ এপ্রিল ২০১৯ মিরপুর, ঢাকা ।