আমরা কি আমাদের জীবন ঘনিষ্ঠ ঐ বন্ধুটাকে  
মহা ভয়ংকর চিরশত্রু হিসেবে চিনি ?
না, সবাই চিনি না । চিনলেও তা মানিনা
পাল্লা দিয়ে তাকেই বেশী লাগছে যেন প্রতিদিনি ।


ডায়াবেটিস স্থুলতা ক্যান্সার হৃদরোগ বার্ধক্য
আনতে তার নেই জুরি, তবু তারে সমাদরে কিনি ।  
কেউ আমাদের ক্ষতি করুক না অতি শোনায়
যদি মিষ্টি কথা; তারই প্রেমে পড়ি আমরা এমনি !  


কে এই সেরা শত্রু এবার আসুন তারে চিনি
আর কেউ নন সবার অতি প্রিয় তিনি; সাদা চিনি !  
থাকতে নীরোগ তাকে বর্জনের নিই উদ্যোগ
যাকে সাদা বিষ বলে জানে বিশ্বের সব জ্ঞানীগুণী ।    


রচনাকালঃ- সন্ধ্যা ৭.৪৯টা বৃহস্পতিবার, ৩ শ্রাবন ১৪২৬,
১৪ জিলকদ, ১৮ জুলাই ২০১৯, মিরপুর, ঢাকা ।