এখনও সাবেক হয়েছে কি হয়নি
ভয়াবহ করোনা মহামারি ।
তবুও লাগাম ছেড়ে যে আমাদের
কুপ্রবৃত্তিগুলো করছে বাড়াবাড়ি !


প্রাণ ভয়ে কত স্রষ্টাদ্রোহীও তখন
জপেছে আল্লাহ্ ঈশ্বর হরি ।
দিনক'টা যেতে না যেতে তাদের
কাণ্ড দেখে লজ্জায় মরি মরি !


ভয়ে কেঁপেছে থরথর, জ‍্যান্ত দেহ
হয়েছে নিথর লাশও সারি সারি ।
সেই বিভীষিকাময় দিনগুলি সবই
ভুলি হীনস্বার্থে করছি কাড়াকাড়ি ।


করোনার চাইতে তো মানুষই যেন
আজ বিভীষিকা আনোয়নকারী !
বহুগুনেই বেড়েছে খুনি ধর্ষক হিংসা
বিদ্বেষকারী আর ব‍্যভিচারী !


মানুষ তবে এমন বিপদমুক্ত হলেই
কি অকৃতজ্ঞতায় যায় সীমাছাড়ি ?
পাপ অংহকারের জন‍্য পতন হলেও
আবারও হয় তারি পদাঙ্ক অনুসারী ?


রচনাকালঃ- রাত ১১.২১টা, মঙ্গলবার, ১৭ কার্ত্তিক ১৪২৮,
২ নভেম্বর ২০২১, মিরপুর,ঢাকা ।