চিতার চেয়ে অনেক
বেশি দ্রুতগামী হরিণ ।
তবুও চিতা হরিণকে
ধরে খাচ্ছে নিত‍্যদিন ।


এর থেকে উত্তরণই
হরিণ পায়না খুঁজে ।
এটাই নিয়তি ভেবে
মেনেছে চোখ বুজে ।


কোনদিন যে খুঁজেনি
হরিণ তার স্বীয় ভুল।
ছোট্ট ভুলের কারণে
দেয় বড় এক মাশুল ।


চিতা হরিণকে যখন
ধরতে করে তাড়া ।
ভয়ে চরম আতঙ্কিত
হরিণ হয় দিশেহারা ।


এই বুঝি ধরে আমায়
তাই ফিরে ফিরে চায় ।
এমনি করেই হরিণের
গতি অতি কমে যায় ।


ক্ষীপ্রগতি পেয়েও ওরা
মরে স্বভাব দোষে ।
এমনিভাবে হেরে যায়
যারা মনে ভয় পোষে ।