ক্ষুদ্র উদ‍্যোক্তারা আর কি করে খাবে দিনকে দিন তারা রসাতলেই যাবে ঐ রাঘববোয়ালদের যে ভরে না পেট ।
তারা গোটা দুনিয়া জুরে বেনিয়া হবে আধুনিক কায়দায় বাণিজ্য করবে যার নাম কর্পোরেট !
তারা ঐ বেকারিদেরও চেপে ধরে টুটি নিজেরাই বানায় বনরুটি ঝাল  মুড়িরও করেছে ঝলমলে রঙিন প‍্যাকেট !
সুইসহ বেঁচছে জাহাজ পঁচা গান্ধা মালের নতুন মোড়কে দিয়েছে
সাজ কাজ শুধুই মুনাফা লুটা হায়রে কর্পোরেট !
বেঁচবে তেল মসল্লা হলুদ ঝাল তাও করবে ভেজাল রোগী বানিয়ে
মানুষদের পরে চিকিৎসা বানিজ‍্যের করে টার্গেট ।
ক্ষুদ্র ঋণের উচ্চ সুদে মরে ক্ষুদ্র উদ‍্যোক্তা আর নাম মাত্র সুদে শত কোটি টাকার বাণিজ্য জমায় কর্পোরেট !
তারা প্রতিদ্বন্দ্বিকে করে কুপোকাত. মার্কেট থেকে ফুটপাত সবই দখল করে শুধু কাটে জনতার পকেট ।
তিনজনের শ্রম একজনাতে আদায় করে বাকিরা বেকার ঘরে ঘরে প্রযুক্তি দিয়ে দেখিয়ে যুক্তি দেয়না মুক্তি কর্পোরেট ।
ফি বছর দফায় দফায় দাম বাড়াতে ও মানুষের দুদণ্ড শান্তি তাড়াতে তারা মাত্র ক'জনেই করে সিন্ডিকেট  ।
বেকারত্ব কি আর সাধে বাড়ে কে চায় থাকতে কার ঘাড়ে ঐ ছোট ছোট উদ‍্যোক্তাদের রুটি রুজি যদি না কেড়ে নিত ইষ্ট ইন্ডিয়া কোম্পানিরই নবরূপ এই দানব কর্পোরেট ।


রচনাকালঃ- ভোর ৫.৩২টা, মঙ্গলবার, ৪ শ্রাবণ ১৪২৮, ২০ জুলাই ২০২১, মিরপুর, ঢাকা ।