লেখাপড়া ছেড়ে বেকার বাউণ্ডলে কেন ঘুরছো
বাবু হবে কি বাউল সন‍্যাস না ছড়াবে সন্ত্রাস ?
জানোনা দেশে লাইসেন্সধারী গুণ্ডা বাহিনী আছে
তোকে যে ক্রসফায়ারে মারবে ঠাস ঠাস !
এখন তো হতে পারবেনা শীর্ষ সন্ত্রাসী টাইগার-
বাবুল-কালা জাহাঙ্গীর-প্রকাশ-বিকাশ....
এখন সন্ত্রাসী হতে হলে করতে হবে সরকারি
দল হতে হবে বি সি এস পাশ !
পাবেও সরকারি উর্দি গাড়ি বাড়ি সুন্দরী নারী,
কোটিপতি হয়ে জনতাকেও দেবে বাঁশ !
যারে ইচ্ছা তারে ধরে ধরে দেবে ক্রসফায়ারে
ফেলবে কত লাশের পর লাশ...
মাদক ব‍্যবসায় বাঁধা দূরীকরণে সাধুকে বানাও
শয়তান তাকে মাদক কারবারির দাও লেবাস ।
হয় দাও যা ইচ্ছে অপবাদ তার জীবনটাকে কর
বরবাদ নয় করাও তারে যাবজ্জীবন জেল বাস।
তবে অবশ‍্যই তোকে হতে হবে সরকারের অতি
বিশ্বস্ত সহযোগী এবং অনুগত দাস।
তখন নিয়ম নীতি ছাড়াই যা খুশি করবে তাই
মদ নারী ক‍্যাসিনোতে প্রমোদ বারো মাস ।
অন্তত ওসি প্রদীপ হয়ে শত শত জীবন প্রদীপ
নেভাবে তাদের বৌ-বেটি নিয়ে করবে উল্লাস ।
হারাম করে জনতার ঘুম এই চাঁছাছোলার ন‍্যায়
চাষাদের কর গুম যারা জারিজুরি করে ফাঁস ।
সর্বনাশ কর তারে রাতের আঁধারে ক্রসফায়ারে
নিরস্ত্রের স্বসস্ত্র বন্দুক যুদ্ধের কর পরিহাস ।
জঙ্গি-সন্ত্রাসী নিপাত করার নামে পথের কাঁটাও
সরাতে সফল নাটক মঞ্চায়নে চালাও প্রয়াস ।
ভোটবিনা গড়ে দেবে যে সরকার তাই দরকার
মতো দেশে কায়েম করবে ত্রাস ।
গণতন্ত্র এনে দিয়েছ বলে গৃহপালিত গনমাধম‍্যে
চালাবে প্রচার সুশীল সমাজকে করে উপহাস ।
সাবাস ! সাবাস ! বলে তোরই গলে সরকার যে
পড়াবে বিজয় মাল‍্য দেবে পদপদবী একরাশ !
তুই তো থাকবি বিন্দাস, তবে কেন বাবু বেকার
বাউণ্ডুলে সেজে এ যুগে ঘুরে বেড়াতে চাস ?


রচনাকালঃ- সকাল৯.০৭টা, সোমবার, ১৭ মাঘ ১৪২৮, ৩১ জানুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।