হে মানব, তুমি ধর্মকে নিয়ে কেন
কর এতো খামখেয়ালি ?
নিজের ধর্ম শ্রেষ্ঠ বলে কেন ভিন
ধর্মকে দাও গালাগালি ?
না হয় তোমার ধর্ম হলই বা শ্রেষ্ঠ
তবে নিশ্চিত স্বর্গে যাবে তুমি ?
তবে কোন সাহসে উচ্ছেদ চাও
ভিন ধর্মের আবাস ভূমি ?
নিজে না হয়ে ধার্মিক, কেন তবে
ওদের অধার্মিক বলো ?
ধর্ম কর্ম শুদ্ধবিনা স্বীয় ধর্মকে শ্রেষ্ঠ
বলে কেন বুক ফুলিয়ে চলো ?
ভাবো তাতেই সর্ব শ্রেষ্ঠ স্রষ্টা হবে
তোমার প্রতি সন্তুষ্ট ?
কি করে ভাবলে স্রষ্টা অত বিবেচক
আর পক্ষপাত দুষ্ট ?
জীব বৈচিত্র্য বহু ধর্ম বর্ণ সবি তার
দিব‍্য জ্ঞানে সৃষ্টি ।
এতো সৃষ্টির রহস‍্য সেই জানে তুমি
দাও নিজের দিকে দৃষ্টি ।
চাইলে তো সেই পারে কাকে রাখবে
কাকে করবে ধ্বংস ।
শুধুমাত্র তারি ইচ্ছাতে টিকে থাকবে
যার যার গুষ্ঠি বংশ ।
তুমি তো আর স্রষ্টা নও বরং তারই
সৃষ্ট এক তুচ্ছ মানব ।
মানবের জন্ম শর্ত সার্থক করাই ধর্ম
তোমার, হতে যেওনা দানব ।


রচনাকালঃ- দুপুর ১.৫৭টা, মঙ্গলবার, ৩ কার্ত্তিক ১৪২৮, ১৯ অক্টোবর ২০২১, ঠাকুরগাঁও ।