উন্নয়নের অকাল বন‍্যায় উচ্চমূল‍্যের খড়কুটো
ধরে করছি যখন মরে বাঁচার আশা ।
তখন ঐ কসাই গোছের মন্ত্রীমসাই বেহেশতে
আছি নাকি বলে করছে তামাশা  !
যখন তখন যে যার মতন দফায় দফায় দাম
বাড়ালেও নাই সরকারের নিয়ন্ত্রণ ।
মন্ত্রী বলেন আমরা হয়েছি মধ‍্য আয়ের দেশ
ক্রয় ক্ষমতা অশেষ সুখেই আছেন জনগণ ।
ভোট দেবার যেমন নাই ঝামেলা কথা বলতে
হয়না খোলামেলা বাহ্ ! ভালোই তো আছি !
আমাদের সবটাই করছেন যে তারা আত্মহারা
হয়ে তাই বেহেশতে খেলছিও কানামাছি !
কোটি কোটি টাকার শ্রাদ্ধও ঘটিয়ে মিডিয়ায়
উন্নয়নের ব‍্যপক চলছে প্রচারের ফলাও ।
কারো দুবেলা মোটা দুমুঠো ভাত না জুটলেও
উনারা বলেন নিত‍্য সবে খায় কোর্মা পোলাও !
সিনা টান টান করে গলা ঝেড়ে দিচ্ছেন তারা
কানফাটা ভাষন তুলছেনও তৃপ্তির ঢেঁকুর ।
জি হুজুর; জি হুজুর; করে সেই ভাষন শুনতে
শুনতে লেজও নাড়ায় কতেক নেড়ি কুকুর ।
অসহায় গনধর্ষণের ঐ ধর্ষিতা তীব্র যন্ত্রণাতেও
ভয়ে গলা ফাটিয়ে করতে পারেনা আর্তনাদ ।
সতীত্ব তো হারালোই পাছে তারা নিশ্চয় তাকে
যে দেবে উল্টো পতিতা বলে অপবাদ ।
তেমনি উভয় সংকটে পরে অকপটে সব মেনে
নিয়ে মরে বেঁচে আছি বনে জিন্দালাশ ।
প্রতিবাদ প্রতিকার করি না বলে আর, পিঠটা
চাপড়িয়ে তারা বলছে সাবাস ! সাবাস !
আর আমরা হাঁদা রামরা তাতেই থাকি বিন্দাস !


রচনাকালঃ- রাত ১২:০০টা, বুধবার, ৯ ভাদ্র ১৪২৯, ৩৪ আগষ্ট ২০২২, মিরপুর, ঢাকা ।