বুদ্ধিজীবি ও বুদ্ধিজীবি
একটু বুদ্ধি দাওনা ধার
তোমার তো আছে বিশাল
এক জ্ঞান বুদ্ধির ভাণ্ডার !
আমি চাষা সর্বনাশা
খেটেও খাচ্ছি মার
ফসল পাইলে দাম পাইনা
তাই মোটেও চলছেনা সংসার
ফসল তুলেই খাবো কি আর
কিনছি চড়া দামে সব
নানান কীটনাশক আর সার
কিস্তি দিতে খিস্তি খেউরে
কভু আমার হয়না যে দিন পার !
ওদিকে দেশটা নিয়ে দিচ্ছ তুমি
কত বড় বড় লেকচার
এসি রুমে বসে বসে দেশে
ভাসাচ্ছ উন্নয়নের জোয়ার !  
বুদ্ধিজীবি ও বুদ্ধিজীবি
একটু দাও না গো বুদ্ধি ধার
---এই বেটা গেয়ো নাটা
হতচ্ছারা কোথাকার !!
তুমি কি জমিদার না সরকার
এত সাহস কেন রে তোমার ?
আমার কাছে করছিস তুই
জ্ঞান বুদ্ধির আবদার !
জ্ঞান বুদ্ধি কি এমনিই আসে
এসব টাকার ব্যপার টাকার !
---এ ভাই, এদের কাছে কিছু চেয়ে
দরকার নাই তিরস্কার পাবার--
এঁরা ডিগ্রীধারী ভাঁড় !!!  
তাবড় তাবড় ডিগ্রী নিয়ে
অসাধ্য যার নিজের পায়ে দাঁড়াবার
স্বমহিমায় স্বকীয়তায় হয়নি বিকাশ
তাই হয়েছে তারা চাটুকার
ডিগ্রীর এত বহররে ভাই তবুও
উদ্ভাস হয়নি কল্যাণ চেতনার
তারা বিনা শ্রমে ঘামে
ধান্দা কষে শুধু হতে মালদার
অলস মস্তিস্কের এই জ্ঞান পাপীরা
রাষ্ট্রীয় কোষাগার ধুন্ধুমার বেসুমার
করছে সাবাড়...........!!!
আর তোমরা আশায় মরছো চাষা
রোদ বৃষ্টি ঝড়ে
খেটেই শরীর করছো কাবার !!