বড্ড দেরিতে হলেও বুঝলাম
              এই পৃথিবীটা নয় গো আমার জন‍্য ।
হেথায় স্বীয় স্বার্থ ষোলোআনা
              আদায় করে তোমরাই হও না ধন‍্য ।
আমি তো এমনিতেই কখনও
             থাকিনি কোন ভোগ সম্ভোগে মেতে ।
কোন দিনও কিছুই চাইনি
              কারো কাছেও একান্ত স্বার্থে পেতে ।
তবে ব‍্যকুল হয়েছিলাম বটে
              কারো জীবনটাকে গড়ে দিতে দামী ।
আর তাতেই যেন সব চাইতে
               বড় অপরাধীও বনে গেলাম আমি !
যতই দেখাতে চেয়েছি গোটা
               মানবকুলের মধ‍্যে সেরা মানবতা ।
ততই হয়েছি ঘৃণ্য ধিকৃত কি
               অদ্ভুত আমার জীবনের অভিজ্ঞতা !
এমন অভিজ্ঞতা অর্জন করে
               আমি আর কত হবো ক্ষতবিক্ষত ?
পক্ষান্তরে ঐ সর্বগ্রাসীদেরকে
               জামাই আদর দেখবো আর কত ?
তাই বলি এ আমার গ্রহ নয়
               হেথা শুধু তোমাদেরই হোক জয় ।
তোমাদের রঙিন স্বপ্নের এই
               বাসভূমি আমার জন‍্যে বিষাদময় ।


রচনাকালঃ- রাত ১১:৩০টা, ১৪ আষাঢ় ১৪২৯, ২৮ জুন ২০২২, মিরপুর, ঢাকা ।