প্রানপ্রিয় আমার দেশটা কেন গো
ওরা খুবলে খুবলে খায় ?  
আমি যে আর সইতে পারিনা মনা
চিড় ধরেছে কলিজায়.......!  


একে তো মোদের খুবই স্বল্প আয়
তদুপরি কত অসহায় !  
তবুও কেমনে গো তারা সর্বস্ব লুটে
ভিন দেশে নিয়ে যায় ?


ভিনদেশীরা ভুলেও কি তারা অমন
সম্পদ এনেছে বাংলায় ?
তবে কেন দেশের নীলমণিটা নিয়ে
ওরা যায় ওদের কব্জায় ?


কোন দেশে আর জন্মেছে লুটেরা  
এমন, খুঁজে পাওয়া দায় ।  
আমরাই কি সর্বসেরা দেশ-দুশমন    
তবে সভ্য এই দুনিয়ায় ?  


আমি দিনে দিনে শুধু কাতর হচ্ছি
ক্ষোভে শোকে লজ্জা ঘৃনায় !
আমি যে আর সইতে পারিনা মনা
চিড় ধরেছে কলিজায়.........!  


রচনাকালঃ- রাত ৮.২৪টা রবিবার
২৬ ফাল্গুন ১৪২৫, ২ রজব ১৪৪০,
১০ মার্চ ২০১৯, মিরপুর, ঢাকা ।