ভাষাটা মোদের রক্তে কেনা
দেশটাও কেনা রক্তে ।
তবুও বাংলাদেশের জনগন
মজেনা দেশ অনুরক্তে ।


জাতির দেশ প্রেমে দেখিনা
তো কারোই আন্তরিকতা ।
যেমন মোদের দেশের নেতা
তেমনই যেন আমজনতা ।


সবাই শুধু নিজের ঝোলাটা
ভরাতে করে যত ধান্ধা ।
স্বার্থের জন‍্যে পুরো দেশটাই
আজ সাত প‍্যাঁচে বান্ধা ।


হেথা হতে উত্তরণের কোন
পথ দেখছি না সহসাই ।
যদি না সেই চেতনা মাথায়
রেখে আমরা চলি সবাই ।


শহীদদের ঐ ত‍্যাগের কথা
স্মরণে না হই অনুতপ্ত ।
চিরকাল আমরা তবে জাতি
হিসেবে রবো অভিশপ্ত ।


রচনাকালঃ- রাত ১২.৫৫টা, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১, ঠাকুরগাঁও হতে ঢাকা ফেরা পথে ।