সর্বজন দেহমন করেছে ন‍্যস্ত
জীবিকার জন‍্যে কি মহাব‍্যস্ত
সময় নেই সময় নেই বলেই
সবে ছুটে যে স্বার্থের সন্ধানে !


জীবনটাকে করে চলে ফাঁকা
উপার্জন করে শুধু কটা টাকা
দুনিয়ার মানুষ ছুটে চলছেই
তাদের শুধু সেই লক্ষ পানে ।


তাই বাড়ছে সবার অস্থিরতা
বাড়ছে যে শোক ব‍্যধিগ্রস্থতা
যার সমাধান নেইতো মোটে
আজ তেমন তো কোন খানে ।


দুঃখ আছে, আছে তার কারণ
তাকে করাও যায় যে নিবারণ
নিত্যই আত্মনিমগ্ন হতে হবে
কায় মনে যোগ আর ধ‍্যানে ।


আত্মা পরমাত্মায় হয় সংযোগ
বাড়ে উদ্দীপনা বাড়ে মনযোগ
রোগ শোক জরা ব‍্যধি দুঃচিন্তা
বিষন্নতা উবে যায় কাল্বী জ্ঞানে ।  


রচনাকালঃ- রাত ১১:৫৮টা, শুক্রবার, ২৪ ফাল্গুন ১৪৩০, ৯ মার্চ ২০২৪, মিরপুর,  ঢাকা ।