অবাধ তথ‍্য প্রযুক্তির এই বহুমাত্রিক জটিল যুগে
সুখ শান্তি হারিয়ে বিষম রোগে প্রায়ই সবে ভুগে ।
জীবিকা নির্বাহ অনুসঙ্গে হু হু করে বাড়ছে ব‍্যয়
তাল মিলাতে তাই খেটেও যাচ্ছি যন্ত্রেরই ন‍্যায় ।
ন‍্যায় অন‍্যায় দেখা শুনারও যেন কমেছে সুযোগ
বেড়েছে স্বজনের অভিযোগ বেড়েছেও দুর্যোগ  ।
হাসপাতালে বেড়ে চলেছে অসংখ্য রোগীর ভিড়
স্বজনকে নিয়ে বসবাসের ওটা এখন দ্বিতীয় নীড় ।
রাজনীতি ব‍্যবসা বাণিজ্যে চলছে চরম অস্থিরতা
এ যুগেও শিক্ষাঙ্গনে সন্ত্রাস বিশ্বে সাম্প্রদায়িকতা !
বিষন্নতা হতাশায় প্রায় সময় থাকি সবে উদ্ভ্রান্ত
সুক্ষ চিন্তা করতে না পারায় মিথ‍্যায় হই বিভ্রান্ত ।
দুঃচিন্তা টেনশনে দেহে নিঃসরণ ঘটাই কর্টিসল
রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে জীবন করি বিফল ।
এত্তকিছু হতে উত্তরণ পেতে হতে হবে ঢের জ্ঞানী
সহজে জ্ঞানী হতে হলে বিকল্প নাই হতে ধ‍্যানী ।
ধ‍্যানে বাড়ে বুদ্ধিজ্ঞান বলেই বাড়ে সমৃদ্ধি সন্মান
তাই এলে সমস‍্যা বসি ধ‍্যানে হবে সহজ সমাধান ।
ধ‍্যানে উদ্ভব হয় ঠাণ্ডা মস্তিষ্ক আর উষ্ণ এক হৃদয়  
সবকিছুতেই তাই সবে সহজে করতেও পারে জয় ।
সর্বকালের সর্বসেরা এ চর্চায় গড়ে সুন্দর পরিবেশ
তাই এই ধ‍্যান জ্ঞানেই হবে সোনার মানুষ সোনার
দেশ স্বর্গ ভুমি বাংলাদেশ....!!


স্মর্তব‍্য- আগামীকাল ২১ মে বিশ্ব ধ‍্যান দিবসের প্রতি সর্মথন জানিয়ে সবাইকে ধ‍্যান চর্চায় অংশ গ্রহনের অনুরোধ জানাচ্ছি ।


রচনাকালঃ- রাত ১১:৩৮টা, শুক্রবার, ৬ জৈষ্ঠ্য ১৪২৯, ২১ শাওয়াল ১৪৪২, ২০ মে ২০২২, মিরপুর, ঢাকা ।