আজ মানুষে মানুষে করে যত হিংসা হানাহানি
করেও যত জেরবার খুন ধর্ষণ লুন্ঠন রাহাজানি
বিভক্ত ধর্ম বর্ণ চেতনা বিশ্বাসের মত পথ দল
সবারটাই সত‍্য সঠিক বলে সবে করে কোন্দল
কেন তবে এমন হচ্ছে আমরা কেউই কি জানি ?


যে জন‍্যে কারো মনে জন্মে এতো ক্রোধ ক্ষোভ
রাজপথে জানবাজি রেখে কেউ করে বিক্ষোভ  
কারণটা সেই বটবৃক্ষের বীচির ন‍্যায় সুক্ষ বটে
কিন্তু কালক্রমে সেই বৃক্ষের মতো বিকাশ ঘটে
আর তা হলো শুধুমাত্র মানুষের দুর্নিবার লোভ !


আসলে যে কোন সমস‍্যা তা হোকনা যতই বড়
বিজ্ঞজনে বলেন, তার সমাধান ততই ক্ষুদ্রতর
চাই শুধুই আন্তরিকতার সাথে তার পথ খোঁজা
মুক্তির পথটাও সর্বদাই হয় অতি সরল সোজা
অহিংস সমাজ গড়তে তাই ধর্মীয় জীবনই গড় ।


ধর্মের অন্তর্নিহিত শিক্ষাবিনা জীবনও হয়না শুদ্ধ
তাইতো আজ প্রায় সবারই কাজ প্রকৃতি বিরূদ্ধ
মানব দানবে পরিনত হচ্ছে মাত্রাতিরিক্ত লোভে
তার প্রতিক্রিয়ায় বাকীরা ফেটে পড়ে বিক্ষোভে
পরিশেষে শুরু হয় মানবতা সমাজ ধ্বংসের যুদ্ধ  ।


রচনাকালঃ- সকাল ৮.৩৯টা, বুধবার, ১৬ চৈত্র ১৪২৮, ৩০ মার্চ ২০২২, বাসযোগে ঠাকুরগাঁও হতে ঢাকা ফেরার পথে ।