লোকে বলে পীপিলিকার ডানা
গজায় নাকি মরিবার তরে ।
তোরাও দেখি ক্রমশ এগিয়েই
যাচ্ছো যে সেই পথই ধরে !
আসলে কেউ কাউকে বোধহয়
কখনও করে নাকো ধ্বংস ।
বাড়াবাড়ির অভিশাপে নিজেই
ওরা হয় গো বুঝি নির্বংশ ।
হিংসা ঘৃণা ষড়যন্ত্র কারো কভু
হতে পারে না ধর্মাচার ।
ধর্মের নামে করলে এসব প্রভুই
তার করে কঠিন বিচার ।
যারা এমন কুকর্ম এখনো করে
চলছে অনাদিকাল ধরে ।
তারাই দেখছি তাদের জাতিকে
সংখ‍্যালঘুতে পরিনত করে ।
এটা প্রমাণিত যারা ভিন ধর্মের
প্রতি ছড়ায় বিদ্বেষ ঘৃণা ।
তাদের লালিত ধর্মটা আসলেই
কল‍্যানকর কোন ধর্মই না ।
কারণ ঐ ধর্ম তাকে গড়তে ব‍‍্যর্থ
হয়েছে ধার্মিক সভ‍্য মানুষ ।
ওটা ধর্মের আচার সর্বস্ব একটা
অতিকায় বড় রঙিন ফানুস ।
প্রকৃত ধর্মের ঐ ধার্মিকরা কারো
ধর্মকে কভু করে না কটাক্ষ ।
হিংসা বিদ্বেষ উস্কানিতে কাউকে
তৈরী করেও না প্রতিপক্ষ ।
কারো মত পথ বিশ্বাসকে নিয়ে
যারা করে খেল তামাশা ।
তাকে কি মানুষ বলে যার অন্তর
মূর্খতার আবর্জনায় ঠাসা ?


রচনাকালঃ- রাত ১২:৩৪টা, শুক্রবার,
২৬ জৈষ্ঠ্য ১৪২৯, ১০ জুন ২০২২, মিরপুর, ঢাকা ।