ধর্মটা নিয়ে বাড়াবাড়ি
কিবা ধর্মের কারবারি
আর করিস না ভাই যাজক পুরুত মোল্লাহ্ ।
স্ব স্বর্গের টিকিট কিনে
নিজে যাও রাস্তা চিনে
জপ কর নাম সন্তপর্ণে ঈশ্বর হরি আল্লাহ্ ।


বিশ্ব বিরাজিত গনতন্ত্র
যার কাজ শুধু ষড়যন্ত্র
পা দিও না তার পদে পদে পাতা ফাঁদে ।
ধর্ম নিয়ে তাদের খেলা
আজ হচ্ছে খোলামেলা
দেখো না জেলে শুধু ধার্মিকেরাই কাঁদে ।


তাদের চক্ষুশূলই ধার্মিক
ওরা গুণ্ডা পান্ডা অধার্মিক
তাই তোমায় তারা করবেই বলির পাঠা ।
গনতন্ত্রের মন্ত্র দুষ্টু লালন
শক্ত হাতে কর শিষ্ট দমন
ভেদ দর্শনে শাসন করতে লাগাও ল‍্যাঠা ।


যতদিন থাকবে পুঁজিবাদ
ততদিন ধর্মের সনে বিবাদ
করবে তারা মরবে তোরা ওদের ষড়যন্ত্রে ।
ভোগবিলাসে থাকো মেতে
সাহায্যের জন‍্য হাত পেতে
দাও তাদের কাছে, এ ছাড়া কি গনতন্ত্রে ?


রচনাকারঃ- দুপুর ১২.৪৫টা, মঙ্গলবার, ১০ কার্ত্তিক ১৪২৮, ২৬ অক্টোবর ২০২১, মিরপুর, ঢাকা।