ঘরের কথা পরের কাছে বললে
যা হয় আমারও হয়েছে তাই ।
শুধু এতটুকু ভুলের জন্যই ভাই
আমার যে অশান্তির শেষ নাই ।


পরম বন্ধু ভেবেই দুঃখের কথা
সব খুলে বলেছিলাম যারে ।
আমায় হেয় করতে ওসব আজ
সে বলে বেড়ায় যারে তারে ।


বন্ধু হিসেবে ভেবেছিলাম তাকে
পাবো সার্বিক সহযোগিতায় ।
কিন্তু বেশ বিস্মিত হলাম দেখেে
তার বন্ধু ঘাতক মানসিকতায় ।  


যারা দোস্ত রূপী এমন দুশমন
নিয়ে করতে গেছে বসবাস ।
সে যে স্বীয় পায়ে কুঠারাঘাতে
নিজেরই করেছে সর্ননাশ !


রচনাকালঃ- দুপুর ১:৩৫টা, বৃহস্পতিবার,  ২৩ ফাল্গুন ১৪৩০, ৭ মার্চ ২০২৪, ঢাকা থেকে সিরাজগঞ্জ বাস ভ্রমনকালে ।