আমাদের আদি পিতামাতার স্রষ্টার
নির্দেশ অমান‍্য করার পাপ ।
লক্ষ কোটি মানুষ দুনিয়াতে আসছি
তাই মোচন করতে সেই শাপ ।
তাইতো ভাই এ দুনিয়াটাই আমার
আপনার এক বৃহত্তর কারাগার ।
হেথায় সশ্রম কারাদণ্ডে খেটে যেতে
হবে সবাইকে যে মাগার !
শ্রম যখন দিয়ে যেতে হবে জীবনের
কোন না কোনদিন এই ভবে ।
আলস‍্য পরিহার করে শ্রম দাও গো
সবে জীবনের শুরুতেই তবে ।
শ্রমবিনা হেথা হয়নি কেহই মহিয়ান
হোকনা তিনি স্রষ্টার প্রতিনিধি ।
ধরায় সফলতা ধরা দিতে শ্রম ছাড়া
কাউকে যে সফল করেন না বিধি ।
স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি নবী মোহাম্মদ (স.)
শ্রম দিয়েছেন শিশু বয়সে ।
তাই শ্রম না দিয়েই যে হেথা সফল
হতে চায় নিশ্চিত বদ্ধ পাগল সে !


রচনাকালঃ- রাত ১১:৩০টা, শুক্রবার, ১৭ আষাঢ় ১৪২৯, ১ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা  ।