মোদের এহেন হত দরিদ্র দেশে
কেন গো এলে এমন দস্যু বেশে
থাকিই তো না বিলাসী পরিবেশে
তবুও নিয়ে এলে এই হতভাগাদেরই মৃত্যুর পরোয়ানা ?  
এবার তুমিই মোদের করুণা না করো না গো করোনা !  


দেখো মোদের সব হাসপাতালে
তোমারই রোগে নাও বা  গেলে
আজরাইলের জন্যই রাখে ফেলে
ডাক্তার বলে ও মরুক খবরদার ওকে কেউই ধরো না !    
এবার তুমিই মোদের করুণা না করো না গো করোনা !  


বিশ্বময় হাহাকার এ লকডাউনে
পরিবার পরিজনে খেতে পাইনে
ভয়ে ত্রান তো আনতেও যাইনে
নেতা বলে মোদের দল তো করো না এবার মরো না !
এবার তুমিই মোদের করুণা না করো না গো করোনা !    


ঐ প্রেম প্রীতি আর ভালোবাসা
যা নিয়েই খেলা খেলি সর্বনাশা    
এ যেন সবই ছিল মিথ্যা আশা  
যার জন্য মন থাকত উচাটন সেও বলে দূরে সরো না !
এবার তুমিই মোদের করুণা না করো না গো করোনা !    


হয় মোদের সবাইকেই মারো
না হয় এখনই এদেশ ছাড়ো
জানি বাঁচার সাধ্য নেই কারো
তাই বলে তো তুমি মানুষের মত নির্দয় হতে পারোনা !  
এবার তুমিই মোদের করুণা না করো না গো করোনা !    


রচনাকালঃ- বিকাল ৩.৪৫টা, শুক্রবার, ২৭ চৈত্র ১৪২৬,
১৬ শাবান ১৪৪১, ১০ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা ।