ওরে ভণ্ড ল‍্যাংড়া খোড়া
অন্ধ ট‍্যাঁরা চ‍্যাংড়া ছোড়া
রে ভীমরতিধারী খাঁটাশ বুড়াভাম ।
পরের ধনে পোদ্দার
দেশ জাতির গাদ্দার
যত্তসব আছো যদু মদু রাম সাম ।
ছোটাস নারে আর
পাগলা ঘোড়া....
ওরে সব ঘাটের মরা  
এবার থামরে তোরা
থাম, থাম থাম বলছি থাম !
ছোটাচ্ছিস পাগলাঘোড়া
মাথায় নিয়ে বিষফোঁড়া
তার আবার লাগাসনি লাগাম !
এতো নয় ছেলে খেলা
করিস কেন হেলাফেলা
তোরা কভু আর হবে না
নারে না হবে না সফলকাম ।
তাই ঐ ঘোড়া থেকে তোরা
এবার ওরে চটজলদি নাম ।
নইলে যতই ছোটাবে
ঐ কালা পাগলা ঘোড়া
বাড়বে তত কপালপোড়া
বাড়বে রে শুধু দ্রব‍্যমূল‍্যের দাম !
তেলবাজরা মারবে তেল
দেখাবি শুধু বাচ্চার খেল
তখনই তোদের বাঁচা হবে হারাম !
চারপাশে ঘেরা আতেঁলে
হুটহাট দাম বাড়ায় তেলে
ঐ হারামীরা পায়না বুঝি আরাম ।
কারো ভোট লাগেনা বলে
জনতার দিচ্ছো কান মলে
ভয় ডরও কর না হলে বদনাম ।
আরে
ভোর হলেই বাড়ছে দাম
ভোর হলেই বাড়ছে দাম
বাজার ব‍্যবস্থাপনা বলে কিছু
নেই নাকি সব নিলামের সরঞ্জাম ?
বাড়ছে না আয় রোজগার
সিণ্ডিকেটেই দেশ ছারখার
কদিন বাদেই দেশকে এরা
বুঝি উঠাবে বিশ্ববাজারে নিলাম !!!


রচনাকালঃ- রাত ১১:৪৯টা, শনিবার,  ২২ শ্রাবণ ১৪২৯,
৬ আগষ্ট ২০২২, মিরপুর, ঢাকা ।