সবুজ শ‍্যামলের মায়ায় ঘেরা
ফুলে ফলে ভরা হে বসুন্ধরা
অপরূপা রূপ দেখে
কান্তির পরশ মেখে
আমার মতো কত আশিকেরা
তোমার প্রেমে হয় পাগলপারা !


শিশিরে ভেজা কত স্নিগ্ধ ভোর
দেখে দেখে আমি হই বিভোর
মনে শত স্বপ্ন আঁকি
সদা যেন সুখে থাকি
মিনতি করে বলছি হাতজোড়
এই প্রেমে যেন কাটে না ঘোর ।


মনে আমার ছিল বড়ই আশা
দুহাতেই বিলাবো ভালোবাসা
হঠাৎ শুনি একদিন
বেজে উঠে মরণবীন
ভেঙ্গে খান খান হলো পূর্বাশা
আশা নীড়ে হতাশা বাঁধে বাসা ।


পৃথিবী তুমি আমায় জানালে
দূরে যাও চলে আমাকে ভুলে
চিরতরে করলে পর
শুনেই হলাম নিথর
স্বপ্ন আশা মরেও গেল সমূলে
খড়কুটার মতো ভাসি অকুলে ।


যে জানে এ পৃথিবীটা তার না
তার মতো কা-র দুঃখ যাতনা
এতিম যেন ঘুরি পথে
বিষাদ ব‍্যর্থ মনোরথে
সেই থেকেই মনে গাঁথা ভাবনা
কখন ফিরবো আসল ঠিকানা ।


রচনাকালঃ- রাত ১১:০২টা, সোমবার, ২৫ আশ্বিন ১৪২৯, ১০ অক্টোবর  ২০২২, মিরপুর, ঢাকা ।