রাজনীতি আজ ছেয়ে যাচ্ছে সর্বত্র পরগাছার মতো
কমে যাচ্ছে জাতপাত ভুলে একাকার হওয়া বন্ধুত্ব
বন্ধুত্বের বিশ্বস্ত সম্পর্ক নিয়ত করে চলছে রক্তাক্ত  
আত্মীয়তার বন্ধনটাও টুটে দ্রুতলয়ে বাড়ছে দুরত্ব
প্রতিবেশীর পারস্পরিক সম্পর্কও হচ্ছে ক্ষতবিক্ষত
সমাজের গুনিজনরাও হারাচ্ছে শ্রদ্ধাযোগ‍্য ব‍্যক্তিত্ব
উদ‍্যোক্তাদের বাড়ছে ঝুঁকি ফলে হারাচ্ছেও অস্তিত্ব
মা বোনেরাও মোটে ধরে রাখতে পারছে না সতীত্ব
প্রশাসন করে চলছে সামন্ত রাজাদের মতো কতৃত্ব
শিক্ষিতদেরই বেশী ঘটছে অধঃপতন বাড়ছে পশুত্ব
চাটুকারি বান্ধব পরিবেশে কতৃপক্ষ দিচ্ছে ভুল তত্ত্ব
বলির পাঁঠা যুব সমাজ জুয়া ব‍্যভিচার নেশাতে মত্ত
হে জনতা তোমরা সকল ক্ষমতার উৎস‍্য একি সত‍্য ?
তবে কেন নেতারা হিরক রাজা সেজে চাচ্ছে অমরত্ব ?
তোমার মাথায় কাঁঠাল ভেঙ্গে তারা খেয়ে যাবে কত ?
তবুও হোক তোমার স্বজন বন্ধুরা কত হবে হতাহত ?
এই রাজনীতি যে শোষন যন্ত্র আর কবে হবে অবগত ?


রচনাকালঃ- রাত ১১:৩৮টা, শনিবার, ১৮ আষাঢ় ১৪২৯, ২ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা ।