প্রায় অর্ধেক বয়স ধরে যে শিক্ষা মানুষ
অর্জন করে তা তাকে বিনয়ী না করে করে তো অহংকারী !  
লক্ষ লক্ষ  টাকা বিনিয়োগে এ শিক্ষায়
কেউ হতে শিখে না স্বাবলম্বী, খোঁজে কোন একটা চাকুরী !  


অপার সম্ভাবনার মস্তিস্কধারী মানুষগুলো
এই শিক্ষা ব্যবস্থায় হচ্ছে কি তবে ভুল পথেই পরিচালিত ?
এই শিক্ষায় যারা হয় বিদ্যান তারা ক’জন
হয় চরিত্রবান, মেধার বিকাশও ঘটায় না তো যে যার মত !  


এই শিক্ষায় শিক্ষিতরা যতটা করে দুর্নীতি
যতটা ভাঙ্গে নিয়মনীতি, সমাজটার ততটা আনছে দুর্গতি ।
তথাকথিত এই শিক্ষিতরা ছাড়া আর কোন
জন্তু জানোয়ার কিংবা অশিক্ষিতরা করেছে কি এত ক্ষতি ?  


এই শিক্ষিতদের দ্বারা যৌথ পরিবারও আজ
ভেঙ্গে সারা হচ্ছে স্বজন বঞ্চনা বাড়ে পিতামাতার লাঞ্চনা ।
আল্লাহ্‌ তো আগেই বলেছেন- যে পিতামাতা
সন্তানকে আল্লাহ্‌কে না চেনাল সে পিতামাতাও চিনবেনা ।


তবে এ কোন শিক্ষায় আজও সবাই হচ্ছে
উচ্চ শিক্ষিত পৃথিবীকে করছে নানাভাবে শুধুই ক্ষতবিক্ষত ।
এই শিক্ষার উদ্ভাবক কারা কেনই বা চলছে
তা প্রথাগত কেনই বা হই না সবে সত্যের বিভায় দীক্ষিত ?  


রচনাকালঃ- সন্ধ্যা ৬.০৬টা সোমবার , ১৮ ভাদ্র ১৪২৬,
২মহরম ১৪৪১, ২ সেপ্টেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা ।