শুনুন হে সুহৃদ, এবার ঈদের আগেই করলাম ঈদ
করলামও কোরবানির আগেই মনের কোরবানি ।
বিশ্বাসে যে বস্তু মেলে, বিশ্বাস হবেও সেই প্রমান  
পেলে, শুনুন বলছি তারই তিনটি বাস্তব কাহিনী ।


গত তিন মাস মোদের কারখানাতে ছিল না কোন
কাজ তাই দিতে কষ্টও হচ্ছিল সবার বেতনাদি ।  
নতুন পার্টনারের মোটা অংকের বিনিয়োগের হল
রফা, এখন থেকে তিনি দেখবেন এই বিষয়াদি ।


হবে হচ্ছে করে ক’দিন ধরে করছি আশা, শেষে
ব্যাংক বন্ধ হলে, সব ভরসা যেন গেল বিফলে ।
তবুও নব্য পার্টনার দিচ্ছে গত শনিবারই পরিশোধ
করার আশ্বাস, ঐ দিন রাত আটটাও গেল চলে ।


পরিশেষে তার অপারগতা স্বীকার, আশা নিরাশার
দোলাচালে কতজনার কাছেই না চেয়েছি ঋন ।  
সবাই বলল ভাই এখন অসম্ভব, অলৌকিক ভাবে
কিছু পরে একজন বলল মাত্র পেলাম এই নিন ।


অথচ ঋন চাইলে পরে সে ধরেনি ফোন, তাইতো
আশাহত হলেও পার্টনার আমি আস্থায় অবিচল ।  
না এত মানুষের রুটি রিজিক থেকে প্রভু কাউকে
করবে না বঞ্চিত পেলামও সেই বিশ্বাসের ফল ।


রাত এগারোটায়, যখন সব সহকর্মীকে বেতনাদি
দিয়ে করি বিদায় তখন সবাই ফিরল খুশি মনে ।
ঠিক একিভাবে কাটিয়েছিলাম গত ঈদ এবারও হল  
তার পুনরাবৃত্তি, আবারও ঈদ হল ঈদের পূর্বদিনে ।


পরে অফিস ভাড়ার জন্যে, সহোদর আমার ঋনের
আশে হন্যে, বলি কোরবানির টাকাটাই দিয়ে দাও ।
পরে ঈদের পূর্ব রাত গভীরে গেলাম কিনতে ছাগল
সেথায় দেখা বন্ধু বলে পাগল টাকা লাগবে নাও ।  
  
অবশেষে বড় পশু কিনে ফিরলাম বাড়ি পরিবারও
হল খুশি নয়তো দিত আড়ি, সবি হল ঐ বিশ্বাসে ।
কৃতজ্ঞ চিত্তে তাই আমি ভাই বিশ্বাসে বলীয়ান হয়ে
চেষ্টা করি দয়াময়কে স্মরণ করতে প্রতি নিঃশ্বাসে ।  


রচনাকালঃ- রাত ৯.৪১টা মঙ্গলবার ২৯ শ্রাবণ ১৪২৬,
১১ জিলহজ ১৪৪০, ১৩ আগস্ট ২০১৯, মিরপুর, ঢাকা ।