রোজার সংযম সাধনা শেষে      ঈদের চাঁদটি উঠবে হেসে  
        সবখানেতে ধুম পড়েছে করতে কেনাকাটা ।
চাই যে তাই বাড়তি টাকা        মরে সে যার পকেট ফাঁকা
        তার কাছে ঈদটা ভাই হয় গো গলার কাঁটা !


পরিত্রাণের এই ধর্ম উৎসবে     উম্মাদনায় যেন ভুগে সবে  
        রোজা নামাজ না হোক করে ঈদ উদযাপন ।  
কেউ নেবে বেতন বোনাস       কেউ করে কারো সর্বনাশ
        যে যেমনি পারে আজ করে কত কঠিন পণ ।


বেনিয়ারা যে মুখিয়ে আছে      দাম উঠিয়েছে তাল গাছে
        খরিদদারের ঝোলাটাই রাখবে যেন কেড়ে ।
সার্বজনীন এই খুশির ঈদে      জনম ভুখারা মিটায় খিদে
        আম জনতার শখের ধার যত আছে মেরে ।


সিনেমা সিরিয়ালের নামে       পোশাক বেঁচে দ্বিগুন দামে
        বছর বছর চলছে এমনই আজব উন্মাদনা ।
বিপরীত লিঙ্গকে আকর্ষণে      ছুটছে সবাই হাল ফ্যাশনে
        অর্থ জোগানদাতারা পায় যত দুঃখ বেদনা !


কিছু কিনতেই যদি চাই         তবে নিজে নিজেকে ভাই
        বিবেককে তিনটি প্রশ্ন করি পণ্যটি দেখে ।
এটা কি আমার লাগবেই ?     কি হবে তবে যদি না নেই ?  
        না হলে কি চলেনা ?  টাকাটা দেই রেখে ।


ঈদের খুশি হবে যথার্থ         যদি বুঝি তার এই মর্মার্থ
        থাকলে সামর্থ্য দাওনা তাদেরকে বিলিয়ে  
যারা অনাহারে অনাদরে       পথে ঘুরে পথেই থাকে পরে
        ঈদ করি ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ।


রচনাকালঃ- ৫.২৭টা শুক্রবার ১৭ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৫ রমজান
১৪৪০, ৩১ মে ২০১৯, মিরপুর, ঢাকা ।