রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে
তারা নিয়েছিল শপথ ।
বুকের রক্ত সব ঢেলে দিয়ে
ভাসিয়েছিল রাজপথ !


মায়ের ভাষা কেড়ে নেবার
যারা করেছিল দুরাশা ।
রুখে দিয়েছিল ওদের স্বপ্ন
মোদের ছাত্র শ্রমিক চাষা ।


প্রাণ দেবে তবু ভাষা নহে
এই ছিল যাদের পণ ।
২১ ফেব্রুয়ারিতেই তাদের
কি শুধু করবো স্মরণ ?


চেতনায় কি করেছি ধারণ
তাদের ত্যাগ তিতিক্ষা ?
তবে কেন এ শিষ্টাচারহীন
মোদেরই শিক্ষা দীক্ষা ?  


আজ অব্দি সঠিক উচ্চারণে
কেউ বলছি নাতো কথা ।
অবস্থা দৃষ্টে আমার বোধহয়
তাদের ঐ উৎসর্গই বৃথা !  


ভাষা সংস্কৃতির জন্য যারা
প্রাণ করেছে কুরবান ।
চরম অকৃতজ্ঞ জাতি বলেই
আমরা রাখিনি তার মান ।।


রচনাকালঃ- রাত ১০:৩৯টা, মঙ্গলবার,  ৭ ফাল্গুন ১৪৩০, ২০ ফেব্রুয়ারী ২০২৪, মিরপুর, ঢাকা ।