এলোমেলো এলোমেলো চলতে
কত সময় যে কেটে গেলো ।
সাধন ভোজন কিছুই নাহি হলো,
ইতিউতি মতিগতি করতে করতে
ওপারের ডাকও চলে এলো ।


ধরাকে সরা জ্ঞানে চলতে চলতে
কতনা আলো নিভে গেলো !
করে হাপিত্যেশ সময়টাও শেষ
যদিও সুযোগ আরও ছিলো ।


একমনে ধ্যানে জ্ঞানে অভিষ্ট
লক্ষ্যপানে তবু ছুটে চলো ।
হয় হলো না হয় সেই সুচিন্তনে
শেষে জান্নাত তো মিললো !
রচনাকালঃ- রাত ১২:৫৩টা, শনিবার, ১১ ফাল্গুন ১৪৩০,  ২৪ ফেব্রুয়ারী, মিরপুর, ঢাকা ।