যুগ যুগান্তর একই সাথে পথ যদিও চলছি
কত কথা তোর সনে হর হামেশাই বলছি
কিন্তু তোর মনটা আজও বল তো কেন আমি পাইনা ?  
তাই ঠিক করেছি তোর সনে আর স্বর্গেও যেন যাইনা ।


আমি যদি ডানে যাই; তুমি যাও যে বামে
আজ অব্দিও মিলল না; হেন কোন কামে  
এমন বাজে বন্ধুত্বটাই আমি ভাই রাখতে আর চাইনা ।  
তাই ঠিক করেছি তোর সনে আর স্বর্গেও যেন যাইনা ।  

এক তরফা শুধু তো ভালোবেসেই গেলাম
বলতো এ যাবতও তেমন কিছু কি পেলাম,  
বরং আল্লাহ্‌র পথে এমনি চললে ওলি হতাম কি না ?  
তাই ঠিক করেছি তোর সনে আর স্বর্গেও যেন যাইনা ।  


বন্ধুত্ব রক্ষায় বল কত কি না আমি করেছি
বিপদ-আপদেও আসিসনি বলে কি মরেছি,  
এই বন্ধুত্ব রাখতেই হবে কেন, নেই কি আমি মাইনা ?    
তাই ঠিক করেছি তোর সনে আর স্বর্গেও যেন যাইনা ।


এই স্বার্থান্ধের সনে কোন বন্ধুত্ব আর চাইনা চাইনা
প্রয়োজনে বন্ধু বিহনে থাকাই উত্তম সিদ্ধান্ত, কি তাই না ?  


রচনাকালঃ- সন্ধ্যা ৬.৩৫টা রবিবার, ১১ কার্তিক ১৪২৬,
২৭ সফর ১৪৪১, ২৭ অক্টোবর ২০১৯, মিরপুর, ঢাকা ।