যত বানোয়াট আর ভণ্ডামিতে ভরা
তোদের ঐ লালিত ইতিহাস  ।
মনগড়া গালগল্পে স্বকল্পে নির্মিত
ইতিহাস দিয়ে কর তারি উপহাস ।
চোখে রঙিন চশমাটা সেঁটে দিয়ে
জনতাকে বানিয়ে রেখেছ দাস ।
নর্দমার পানি সোনার পাত্রে তোরা
সবাইকে কেন রে গেলাতে চাস ?
স্বীয় কীর্তি নাই কিবা সেটা কালো
তাই বলে কি তারে করবে বিনাশ ?
সাধু সেজে টালবাহানা যতই কর
একদিন জারিজুরি হবে যে ফাঁস !
ইতিহাস নিয়ে এমন নোংরা খেলা
খেলে ঘটাস না ভাগ‍্যের পরিহাস ।
সেই ইতিহাসই যে কয় সত‍্যটা সব  
সময় হয় তার স্বমহিমায় প্রকাশ ।
তবে কেন ধর্ম কিবা সুকর্ম না থাকা
সত্বেও রচিতে চাও নয়া ইতিহাস ?
চাইলেই যে ইতিহাস পাল্টিয়ে গড়া
যায় না ভবে চিরসুখের আবাস...
বরং ইতিহাসের পাতায় ঘজামাজা  
নিয়ে পাচ্ছি যে ধ্বংসের আভাস !
কেউ উদ্ভ্রান্ত উন্মাদ বিকারগ্রস্থ না
হলে কি চালাতে যায় এই প্রয়াস ?


রচনাকালঃ- রাত ১১.৫২টা, বৃহস্পতিবার, ১১ ফাল্গুন ১৪২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২২,