দেশটা গেলো গোল্লায়        কতেক পুরুত মোল্লায়
         হালুয়া রুটি নিয়েই করছে কাড়াকাড়ি ।
জনতা সব মরে ধুকে         তবুও যে তাদের বুকে
         ছুরি বসিয়ে নেতৃত্ব নিতেও মারামারি ।


মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে        রমরমা ব্যবসা বানিয়ে
         কতজনে আজ আখের গোছাতে ব্যস্ত ।
আর কতেক হাঁদারাম        বুঝেও নাতো ডানবাম
         ওদের সাফাই গাইতে সদা শুধু ন্যস্ত ।


প্রকাশ্য দিবালোকেও        তোয়াক্কা নাই কাউকেও      
         সীমা লংঘন করছে নেতানেত্রীরা সব ।
আজ্ঞাবহ সব প্রশাসন       কায়েম করল দুঃশাসন
         কবি সাহিত্যিক শিল্পীরা সবাই নিরব !


সেজে আছি ভদ্রলোক       দেশ যা হবার তা হোক
         নিজে বাঁচলে পরে নিবো বাপের নাম ।
এমন যদি করি সবাই       তবে সেইদিন দূরে নাই
         নিশ্চিত ঘটবেই এক ভয়াবহ পরিণাম !!


রচনাকালঃ- ১১:৫৬টা, শুক্রবার, ৩ ভাদ্র ১৪৩০, ৩০ মহরম ১৪৪৫, ১৮ আগষ্ট ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।