নেই তো আজ বাংলার অধিপতি
নবাব সিরাজউদদৌলা, নেইও তার মসনদ !
নেই তো আজ রাজতন্ত্র, এসেছে গণতন্ত্র
শান্তির এটাই নাকি মূলমন্ত্র বলছে বিশ্ব সভাসদ
তবুও ঐ মসনদের মোহ কাটছেই না কারো
কাটছেও না কোটি বাঙ্গালীর আপদ !                              
ঐ মসনদের জন্যই সত্যিকারের মুক্তি মিলছেনা
বাঙ্গালীর, তারা খেটেই যাচ্ছে কলুর বলদ
মসনদ রক্ষায় কত বাঙ্গালীর সন্তান
হারাচ্ছে প্রান, কত বিপ্লবীর কণ্ঠ হচ্ছে রদ
উদ্যমী তেজস্বী তারুণ্যে শঙ্কিত শাসক
ঝিমিয়ে দিতে তাদের সরবরাহ করছে জুয়া নারী মদ !
গণতন্ত্র টনতন্ত্র ওসব কথার কথা
পরিবারতন্ত্র রক্ষায় চাই ম স ন দ চাই ম স ন দ
ঐ মসনদ সুরক্ষায় দেশের সম্পদ হরিলুট করে
স্তরে স্তরে সুসজ্জিত দেশের প্রান্তেও সৃষ্ট কতশত পদ
বাঙ্গালীর বুকে জগদল মসনদে চেপে সেবক রূপীরা
সেজে শাসক বাঙ্গালীকে নিজ ঘরেই করেছে অনিরাপদ
ফি বছরে আসে মসনদ রক্ষার প্রহসনের নির্বাচন
আর বাঙ্গালীর, ঘুরে ফিরেই আসে ঘোর বিপদ
ওগো দয়াময়, এই পরিহাস থেকে পরিত্রাণে
যত শিগগীর পারো মোদের কর গো মদদ.......