এদেশটা মোদের বড়ই আজব  
নিত্যে চলে হেথা নানান গুজব ।
ঝোপ বুঝে সবাই মারে কোপ
হুজুগে গুণীরও জ্ঞান হয় লোপ ।


কোথায় যে কেইবা ছেলে ধরা
ধরা পরতেই তারে পাই মরা ।
সেতু নির্মাণে কেন লাগে মাথা  ?
এ যুগেও শুনি কি আজব কথা !

যত না ছেলে কেউ বা ধরেছে
হুজুগে তার চে মারাই পড়েছে ।
এটাও একটা বালাই এ দেশে
কখন কে হুজুগ ছড়ায় নিমিষে ।

কানের জায়গায় থাকতে কান
উন্মাদনায় করে সব খান খান ।
গো বেচারা কত যায় গো মারা
মানুষ মারার স্বাদ মিটায় তারা ।


ওরা থাকে সুযোগের অপেক্ষায়
কখন কারে পিটিয়ে মারা যায় ।
ওদের হাত করে সদা নিশপিশ
তাইতো গুজব ছাড়ে ফিসফিস ।


দেশটা যারা খুবলে খাচ্ছে লুটে
ওরা থাকে তো ওদেরই করপুটে ।
ও নিয়ে তারা করেনা অভিযোগ
খোঁজে নিরীহদের মারার সুযোগ ।  
      
রচনাকালঃ- সন্ধ্যা ৭.৩০টা মঙ্গলবার ১৫ শ্রাবন ১৪২৬,
২৬ জিলকদ ১৪৪০, ৩০ জুলাই ২০১৯ মিরপুর, ঢাকা ।