কোথায় চলে গেলে হে বঙ্গেশ্বর?
তোমার সাধের এ বঙ্গে
আজ কতনা রঙে ঢঙে
তাকে ওরা বানিয়েছে খেলাঘর !


ওহে আমার স্বপ্নচারী বঙ্গেশ্বর
বঙ্গ এখন ভুতেরবাড়ি
গেছে সবে মাত্রা ছাড়ি
ওরা মানেও না আল্লাহ্ ঈশ্বর !


কিছু দেখছো কি হে বঙ্গেশ্বর ?
বঙ্গে ভরেছে জিন ভূত
কথা বলছে কি অদ্ভুত
শুনলেই গায়ে যে আসে জ্বর !


বঙ্গেশ্বর কিছু রাখো কি খবর ?
ঘোমটা খুলে নেংটা নেচে
ওরা বঙ্গই দিয়েছে বেচে  
আর কতকাল করবে হে সবর ?


বঙ্গেশ্বর ওরা যার হলো দোসর
জনতা কামায় খেটেখুটে
ওরা খুঁটেখুঁটে নিচ্ছে লুটে
আবার বঙ্গও বানায় ধূধূ বালুচর !


একটিবার দেখে যাও হে বঙ্গেশ্বর
বঙ্গবাসির কতনা দুর্দিন
সবই আজ নিয়ন্ত্রণহীন
স্বাধীনতার বুলি ভূলিছে কন্ঠস্বর !!


রচনাকালঃ রাত ১১:৪২টা, শনিবার, ১১ চৈত্র ১৪২৯, ২৫ মার্চ ২০২৩, মিরপুর, ঢাকা ।