হেরেছি মানে এই নয় যে
              আমি এবারেই হার মেনেছি...
হেরেছি মানে এই যে
              জীবনপথ চলতে চলতে মাত্র খানিকটা থেমেছি ।
হেরেছি মানে এই যে
              ঐ পাহাড়ে যেতে এ পাহাড় থেকে শুধু নেমেছি ।  
তবুও যদি তুমি বল
              আমাকে হলফ করে যে আমি নির্ঘাত হেরেছি ।  
তবে হেরেছি বলেই তো
              সুচারু ভাবে সত্যিকারের জীবনটাকে জেনেছি ।
হেরেছি বলেই তো
              মুখোশধারীদের হাড়ে হাড়ে সবাইকে চিনেছি ।
হেরেছি বলেই তো
              আজ আমি স্বীয় আত্ম সন্ধানে ডুবতে পেরেছি ।
হেরেছি বলেই তো
              শুধু বাঁচার জন্য বাঁচা না বিজয়ের মন্ত্র শুনেছি ।
সময়ে হেরেছি বলেই তো  
              সন্তর্পণে বিশ্ব জয়ের আমি সেই বীজও বুনেছি ।
লাঞ্চনা গঞ্জনা বঞ্চনায় ভরপুর
             তিক্ত অভিজ্ঞতার অনন্ত অপেক্ষার প্রহর গুনেছি ।
হার না মানা কঠিন প্রত্যয়ে
             এই চক্রবুহ্য ভেদিতে অবিরাম আঘাত হেনেছি ।
ঠাণ্ডা মস্তিষ্ক আর উষ্ণ হৃদয়ের
             সম্মিলনে আমি একাগ্রচিত্তে নিরন্তর সবর করেছি ।
ইনশাল্লাহ অচিরেই দেখবে সবাই
            সেই আরাধ্য বিজয় অচিরেই আমি ছিনিয়ে এনেছি ।