বাপের পাওয়া সম্পদ পাড়ার পাতি নেতা
জবর দখল করল আটআনা ।
বড়নেতাকে দিলে নালিশ সুসালিশ করবে
বলে তিনিও নিলেন চারআনা ।
তিনি আবার জড়িয়ে দিলে মাস্তান প্রশাসন
তারাও নিলো বাকী চারআনা ।
ষোলআনা খুইয়ে কাঁধে ঝোলা নিয়ে সাধে
কি আর হলাম বৈরাগী ষোলআনা  !
এই দেশে ভাই কোন বিচার নাই আটআনা
খোয়ালেও কাউকে বলতে করছি মানা ।
হারালেও সহায় সম্বল সামলে রেখো কম্বল
যদি কোনমতে বাঁচাও জীবনখানা ।
সব সম্ভবের দেশে আছি আজব পরিবেশে
জোর যার মুল্লুক তার কাণ্ডকারখানা  ।
স্বজন মরলেও কভু কাঁদিসনা পাছে শুনলে
সব শকুনেরা যে দেবে হানা !


রচনাকালঃ- রাত ৯:৪০টা, রবিবার ১৩ ভাদ্র ১৪২৯, ২৮ আগষ্ট ২০২২, মিরপুর, ঢাকা ।